ঢাকায় আসতে আগ্রহী চীনা পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসতে আগ্রহী চীনা পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আগামী ৫-৬ আগস্ট ঢাকা সফর করতে চান।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনের পক্ষ থেকে এ সফরের প্রস্তাব দেওয়া হয়েছে।ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি মিং ২৪ জুলাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ওয়াই ইয়ের সফরের প্রস্তাব দেন। তিনি জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান দেশগুলোতে সফর শেষে ঢাকা আসতে আগ্রহ প্রকাশ করেছেন।তবে ড. মোমেন সে সময় আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়ায় থাকবেন। তাই সফর একদিন পেছানোর অনুরোধ করা হয়েছে। এখন চীন রাজী হলে এ সফর চূড়ান্ত হবে।প্রসঙ্গত, ২০১৭ সালের ৭ জানুয়ারি ঢাকার বিমানবন্দরে ৭ ঘণ্টা যাত্রা বিরতি করেছিলেন চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না