দক্ষিণ সিটির ৫৮ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ

দক্ষিণ সিটির ৫৮ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ
ঢাকা: আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করার পর ৯ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। রোববার (১০ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব বর্জ্য অপসারণ করা হয়। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো- ১, ৩, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩-৩৩, ৩৬-৪৪, ৪৯, ৫১-৬৩ এবং ৬৬ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড।

এছাড়াও ৫, ১১, ১৯, ২২, ৩৪, ৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতোমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। এ পর্যন্ত সার্বিকভাবে ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এদিকে গতকাল রাত ১১টা থেকে আজ রাত ১১টা পর্যন্ত অর্থাৎ বিগত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯.২৪ মেট্রিক টন বর্জ্য কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন