টেস্টের পর টি-টোয়েন্টিতেও সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ। কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে ওই সুযোগ বাংলাদেশ পাবে কি না সেটা নিয়ে বেশ অনিশ্চয়তাই দেখা দিয়েছে। গায়ানার প্রভিডেন্স পার্কে আজ (রোববার) সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি টস। কখন হবে, এ নিয়েও নিশ্চয়তা মিলছে না। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানিয়েছেন, আউটফিল্ডের কিছু জায়গা শুকাতে হবে। সেটা শুকালেও ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
কারণ গায়ানার আকাশ মেঘে ঢাকা আছে। যেকোনো মুহূর্তেই আবার নেমে আসতে পারে বৃষ্টি। তেমনটি হলে খেলা হওয়ার সম্ভাবনা আরও কমবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।