পাচার করা অর্থ বৈধ করার সুযোগ রেখে অর্থ বিল পাস

পাচার করা অর্থ বৈধ করার সুযোগ রেখে অর্থ বিল পাস
ঢাকা: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা হলে তার বৈধতা দেওয়ার সুযোগ রেখে জাতীয় সংসদে স্থিরিকৃত আকারে আগামী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য অর্থ বিল পাস হয়েছে।বুধবার (২৯ জুন) রাতে সংসদ অধিবেশনে বিলটি পাসের জন্য প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। স্পিকার বিলটি পাসের জন্য ভোটে দিলে সেটি সংসদ সদস্যদে কণ্ঠভোটে পাস হয়।অর্থ বিলে কেউ বিদেশে টাকা পাঠিয়ে থাকলে সেই টাকা দেশে আনার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে কেউ টাকা দেশে এনে বিনিয়োগ করার চিন্তা করলে তাকে ৭ শতাংশ ট্যাক্স দিতে হবে। এর মধ্য দিয়ে বিদেশে পাচার করা অর্থ বৈধ করার সুযোগ সৃষ্টি হলো।
সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকর এবং কিছু আইন সংশোধনের জন্য এই বিল আনা হয়। বিলে কয়েকটি ধারায় সংশোধন আনা হয়েছে। কয়েকটি সংশোধনীসহ স্থিরিকৃত আকারে বিলটি পাস করা হয়।বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পাস হবে। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে এবং এই বাজেট কার্যকর হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন