জর্ডানে বিষাক্ত গ্যাস লিক হয়ে নিহত ১৩, অসুস্থ ২৫১

জর্ডানে বিষাক্ত গ্যাস লিক হয়ে নিহত ১৩, অসুস্থ ২৫১
আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী আকাবায় বিষাক্ত ক্লোরিন গ্যাস লিক হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন ২৫১ জন।সোমবার (২৭ জুন) একটি ট্যাংক থেকে বিষাক্ত এ গ্যাস ছড়িয়ে পড়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন সরকারি মুখপাত্র ফয়সাল আল-শাবুল। খবর আল জাজিরার।ফয়সাল জানান, পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে রফতানির উদ্দেশ্যে একটি ট্যাংকারে ২৫ টন ক্লোরিন গ্যাস পূরণ করা হচ্ছিল। এ সময় বিষাক্ত এ ক্লোরিন গ্যাস লিক হয়ে যায়।স্থানীয় সরকারি অধিদপ্তর জানিয়েছে, অসুস্থ হয়ে পড়াদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে বন্দর নগরী বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া একদল বিশেষজ্ঞ সেখানে কাজ করছেন।জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকা জানিয়েছে, ১৯৯ জন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।বন্দরের ওই এলাকা থেকে ২৫ কিলোমিটার দূরে একটি আবাসিক এলাকা রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল ওবেদাত সেখানকার বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। লিক হওয়া গ্যাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।আল-মামলাকার টুইটার পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, একটি স্টোরেজ ট্যাংক থেকে হলুদ বর্ণের গ্যাস ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে।বিশেষায়িত দলগুলো পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। এ ছাড়া সিভিল ডিফেন্স সার্ভিস এক ফেসবুকে পোস্টে জানিয়েছে, তারা আকাবায় একটি উদ্ধারকারী প্লেন পাঠিয়েছে।জর্ডানের প্রধানমন্ত্রী বিশার আল-খাসাওনেহ আকাবায় পৌঁছেছেন। তিনি সেখানকার একটি হাসপাতাল পরিদর্শন করবেন, যেখানে ক্ষতির গ্যাসের শিকার অসুস্থ ব্যক্তিরা ভর্তি হয়েছেন।গ্যাস লিকের ঘটনা তদন্তে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছে বলে জানায় আল-মামলাকা টিভি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ