কেরানীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ নারী আটক

কেরানীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ নারী আটক
নিউজ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ বিনা (৩০) নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।মঙ্গলবার (২১ জুন) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুন) দিনগত রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজাসহ বিনাকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।মাহ্ফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিনা জানায়, তিনি একজন পেশাদার মাদককারবারি। দীর্ঘদিন ধরে তিনি কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।আটক নারীর নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি