রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত
নিউজ ডেস্ক  : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন।  শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলার নলসাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা পিকআপ ভ্যানের যাত্রী, চালক ও হেলপার বলে জানা গেছে।  কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন  জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। তালভর্তি একটি পিকআপ ভ্যান নলছাটা রেলক্রসিং পার হওয়ার ওই ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে ট্রেনের সামনে আটকে ২ কিলোমিটার দূরে চলে যায়। এতে ওই পিকআপ ভ্যানে থাকা তিনজন নিহত হন। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি