নিউজ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলার নলসাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা পিকআপ ভ্যানের যাত্রী, চালক ও হেলপার বলে জানা গেছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। তালভর্তি একটি পিকআপ ভ্যান নলছাটা রেলক্রসিং পার হওয়ার ওই ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে ট্রেনের সামনে আটকে ২ কিলোমিটার দূরে চলে যায়। এতে ওই পিকআপ ভ্যানে থাকা তিনজন নিহত হন। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।