আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আগ্রাসন চালানোর খড়্গ পড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্ত্রী লুদমিলা ওচেরেতনায়া ও বান্ধবী এলিনা কাভায়েভার ওপর। তারা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না।আগামী ২০২৪ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি যুক্তরাজ্যে লুদমিলা ও এলিনার সম্পদও জব্দ করা হবে।এসব তথ্য নিশ্চিতের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে। পুতিনের আগ্রাসনে সহায়তা ও প্ররোচনাকারী সবার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। ইউক্রেন জয়ী না হওয়া পর্যন্ত ও দেশটি থেকে সব রুশ সেনা না সরা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।পুতিনের স্ত্রী বলে গণ্য হলেও তার সঙ্গে বিচ্ছেদ হয়েছে লুদমিলা ওচেরেতনায়ার। কিন্তু তারপরও দুজনের ঘনিষ্ঠতা রয়েছে। এ জন্য আর্থিক ও বস্তুগত সুবিধা পান লুদমিলা।রুশ প্রধানের বান্ধবীর এলিনা কাভায়েভা একজন আইনপ্রণেতা (এমপি) ছিলেন। তিনি রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধানও। ন্যাশনাল মিডিয়া গ্রুপ হলো রাশিয়ার সর্ববৃহৎ বেসরকারি মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান।