ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে দেরি হয়েছে, স্বীকার জার্মানির

ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে দেরি হয়েছে, স্বীকার জার্মানির
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে অনেক দেরি হয়েছে বলে স্বীকার করেছে জার্মানি। দেশটির ভাইস-চ্যান্সেলর রবার্ট হেবেক বলেছেন, এটি একটি ভুল ছিল যে, তার দেশ (জার্মানি) অনেক আগে ইউক্রেনকে সামরিকভাবে সমর্থন করেনি।জার্মান পাবলিক সার্ভিস ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে, তিনি বলেন, আমাদের অবশ্যই অনেক আগে ইউক্রেনকে সামরিকভাবে সমর্থন করা উচিত ছিল। আমি শুধু দিন বা সপ্তাহের কথা বলছি না, বছরের কথাই বলছি।সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের পূর্ববর্তী প্রশাসন রাশিয়ার সঙ্গে সম্পর্কের জন্য সমালোচিত হয়েছিল, বিশেষ করে রুশ শক্তির ওপর নির্ভরশীলতার জন্য।হ্যাবেক বলেন, জার্মানি এখন ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহ করতে সহায়তা করছে। সরকার ন্যাটোর জিডিপির শতকরা ২ ভাগ  লক্ষ্য পূরণের জন্য প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পরে। সেই সঙ্গে রাশিয়া থেকে নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন স্থগিত করেছে জার্মানি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী

বগুড়ার কনসার্টে যুবক খুন