সাভার, (ঢাকা): ঈদের ছুটি বৃদ্ধি ও বেসিক বেতনের অর্ধেক বোনাসের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকরা। শুধু তাই নয়, সড়কের পাশের থাকা কারখানাটির কয়েকটি বাসও ভাঙচুর করেছেন তারা।
রোববার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী স্কাইল্যান গ্রুপ নামের ওই কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরে আধা ঘণ্টা পর পুলিশ এসে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা জানান, এপ্রিল মাসের পুরো বেতন ও বোনাসের ন্যায্য দাবিতে আমরা কারখানা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তারা। এছাড়া সব কারখানা ১০ দিন ছুটি দিয়েছে। আর তাদের এখানে সাতদিন ছুটি দিতে চাইছে। শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষকের কাছে দাবি করেছেন ছুটি ১০ দিন দিতে হবে ও বোনাস বেতনের অর্ধেক দিতে হবে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বলেছেন এসব দাবি একটাও মানতে পারবেন না তারা। পরে এ নিয়ে শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, বেসিকের বেতন অনুযায়ী বোনাস চাইলে কারখানা কর্তৃপক্ষ তা দিতে অপারগতা প্রকাশ করেন। সেসঙ্গে পুরো মাসের বেতন দেবে না বলে জানিয়ে দেওয়া হয়। এছাড়া ছুটিও ১০ দিন দেবে না। আমাদের বেসিক বেতন যদি ৮ হাজার টাকা পাই। তাহলে বোনাস পাবো ৪ হাজার টাকা। কিন্তু বোনাস দিতে চায় ২৫০০ টাকা। এটা কোনোভাবেই মানা যায় না। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার তারিক হোসেন খান বলেন, ঈদের ছুটি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলা হয়েছিল। শ্রমিকরা চেয়েছিলেন ১০ দিন। কারখানা কর্তৃপক্ষ বলেছিলেন সাত দিন। এই নিয়ে শ্রমিকরা দুপুর ১টার দিকে সড়কে নেমে পড়েন। আমরা শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। শ্রমিকরা কারখানার বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।