নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর বলেছেন, মেট্রোরেল চালু হলে সাধারণ মানুষের উত্তরা থেকে মতিঝিল যাতায়াত অনেক সহজ হবে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেল প্রকল্পের পিসি -৩ ও ৪ অংশের কার্যক্রম পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর বলেন, এ বছর বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে ঢাকার থাই দূতাবাস বিভিন্ন উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পেও সহায়তা দিচ্ছে থাইল্যান্ড। মেট্রোরেল প্রকল্পে থাইল্যান্ডেরও গুরুত্বপূর্ণ সহায়তা রয়েছে।তিনি বলেন, মেট্রোরেল চালু হলে সাধারণ মানুষের উত্তরা থেকে মতিঝিল যাতায়াত অনেক সহজ হবে। অনেক মানুষ এতে উপকৃত হবেন। অপর এক প্রশ্নের উত্তরে থাই রাষ্ট্রদূত বলেন, থাইল্যান্ডের মেট্রোরেলের সঙ্গে বাংলাদেশের মেট্রোরেলের পার্থক্য আমি দেখি না। থাই রাষ্ট্রদূত মেট্রোরেল এলাকা পরিদর্শনের পাশাপাশি মেট্রোরেলের বগিতে উঠেও ঘুরে দেখেন।মেট্রোরেল প্রকল্পের পিসি -৩ ও ৪ অংশের নির্মাণ করছে ইতালিয়ান- থাই ডেভেলপমেন্ট কোম্পানি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।