হাতিয়ায় পাওয়ার টিলার খাদে পড়ে চালকসহ নিহত ৩

হাতিয়ায় পাওয়ার টিলার খাদে পড়ে চালকসহ নিহত ৩
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি-ওছখালী সড়কের তমরদ্দি বাজারের প্রধান সড়কের বেজুগোলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), একই ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রুবেল (২৫) ও আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (১৫)।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, তমরদ্দি থেকে দু’জন হেলপারকে সঙ্গে নিয়ে চালক পাওয়ার টিলার চালিয়ে উপজেলার ওছখালী বাজারে যাচ্ছিলেন। পথে উত্তর বেজুগোলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটি উল্টে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক ও দুই হেলপার। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।আইনি প্রক্রিয়া শেষে তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি