পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ এপ্রিল) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে।আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

বুধবার ডিএসইতে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৯টি কোম্পানির, কমেছে ৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান-বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল, আইপিডিসি, বিএসসি, বিবিএস, ফরচুন সু, লাফার্জহোলসিম, জেনেক্স, স্কয়ার ফার্মা ও বিডিকম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৫০ পয়েন্টে।এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭২টির, কমেছে ৬৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির কোম্পানির শেয়ার দর। বুধবার সিএসইতে ৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৬০ লাখ টাকার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ