কাবুলে স্কুলে পরপর ৩ বিস্ফোরণ, নিহত ৬

কাবুলে স্কুলে পরপর ৩ বিস্ফোরণ, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১১ জন। মঙ্গলবার (১৯ এপ্রিল) পশ্চিম কাবুলে এ ঘটনা ঘটে। আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্স বলছে, হামলা হওয়া এলাকার পাশেই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করেন। কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ ঘটেছে, আমাদের শিয়া জনগোষ্ঠীর কিছু মানুষ হতাহত হয়েছেন। কাবুলের একটি হাসপাতালের নার্সিং বিভাগের কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) রয়টার্সকে বলেছেন, মঙ্গলবারের এ বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন এবং ১৪ জন আহত হয়েছেন। তালেবানরা জানিয়েছে, আগস্টে ক্ষমতা নেওয়ার পর থেকে তারা দেশটিকে সুরক্ষিত করেছে।  তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে সেখানে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন