আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) পক্ষ থেকে শুক্রবার (১৫ এপ্রিল) এ তথ্য জানানো হয়।জাতিসংঘের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই সবচেয়ে বড় শরণার্থী সংকটের মুখে ইউরোপ।ইউএনএইচসিআর জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৪৭ লাখ ৯৬ হাজার ২৪৫ জন ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছে। প্রতি ১০ জনের মধ্যে ছয়জন যারা যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন ছেড়েছে।আর তৃতীয় বিশ্বের প্রায় দুই লাখ ১৫ হাজার নাগরিকও প্রতিবেশী দেশে পালিয়েছে। এ পর্যন্ত ২৭ লাখের বেশি ইউক্রেনীয় প্রতিবেশী দেশ পোল্যান্ডে পালিয়ে গেছে। এছাড়া সাত লাখ ২৫ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছে রোমানিয়ায়।ইউএনএইচসিআরের তথ্যমতে- ফেব্রুয়ারিতে ইউক্রেন ছেড়েছে প্রায় ছয় লাখ ৪৫ হাজার ইউক্রেনীয়। মার্চ মাসে প্রায় লাখ এবং এপ্রিল মাসে এখনো পর্যন্ত সাত লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।