কাশ্মীরে বিয়ের গাড়ি খাদে পড়ে নিহত ৯

কাশ্মীরে বিয়ের গাড়ি খাদে পড়ে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজ এলাকায় বিয়ের গাড়ি খাদে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর:কাশ্মির মিডিয়া সার্ভিস 
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই গাড়ির চালক মোরাহ গ্রাম থেকে সুরানকোটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। নিহতরা ওই স্থানে একটি বিয়েতে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন।গাড়িটি ৩০০ ফুট গভীর খাদে পড়ে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও ৩ জন। গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক।এ বিষয়ে স্থানীয় জেলা প্রশাসক জানিয়েছেন, হতাহতদের নিকটাত্মীয়দের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত