বিনোদন ডেস্ক : বিয়ের চার বছরের মাথায় প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। ২১ মার্চ এই সুখবরটি জানান সোনম নিজেই।বেবি বাম্পসহ তোলা ছবি শেয়ার করে সামাজিকমাধ্যমে বিষয়টি জানিয়েছিলেন এই তারকা। এমন সংবাদে খুশির জোয়ার বইছে সোনমের ভক্তদের মধ্যে।খবরটি শেয়ার করার পর প্রথমবার প্রকাশ্যে এলেন সোনম-আনন্দ। সেই ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আনন্দ। আর এতেই এক ভক্ত ক্ষেপে গিয়ে সাবধানে থাকতে বললেন সোনমকে। ছবিতে দেখা যায়, হাতে হাত রেখে একটি অনুষ্ঠানে ঢুকছেন সোনম-আনন্দ দম্পতি। যেখানে নীল-সাদা পোশাকে দেখা যায় অনিলকন্যাকে। তবে তাদের দু’জনের কারও মুখেই মাস্ক ছিল না।এই ছবিতে এক ভক্তের মন্তব্য, ‘আনন্দ এবং সোনম, মাস্ক পরুন। করোনা এখনও যায়নি কিন্তু। আর সোনম আপনি অন্তঃসত্ত্বা, সাবধানে থাকুন!’ মন্তব্যটি পড়েই বোঝা যাচ্ছে, ভক্ত হিসেবে অভিনেত্রীর জন্য কতোটা ভালোবাসা তার মনে। ওই ভক্তের প্রশ্নের পাল্টা জবাব দিয়েছেন সোনমের স্বামী। তিনি লেখেন, ‘ও মাস্ক পরেই ছিল। অনুষ্ঠানে ঢোকার সময়ে খুলেছিল শুধু। ভিতরে ঢুকে ফের পরে নিয়েছে। ’জানা যায়, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনম ও তার স্বামী। ছবির ক্যাপশনে আনন্দ লেখেন, ‘আকাশকুসুম স্বপ্ন দেখতে কারও অনুমতি লাগে না!’২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। বিয়ের চার বছর পর এবার দাম্পত্যের দ্বিতীয় ধাপে পা রাখতে চলেছেন তারা। সোনমকে শিগগিরউ ‘ব্লাইন্ড’ নামের সিনেমায় দেখা যাবে। ইতোমধ্যেই স্কটল্যান্ডে এর শুটিং শেষ হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।