রুশ টিভির সেই নারী সাংবাদিককে জেলেনস্কির ধন্যবাদ

রুশ টিভির সেই নারী সাংবাদিককে জেলেনস্কির ধন্যবাদ
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি টিভি চ্যানেলে সান্ধ্যকালীন খবর পড়ার সময় ‘যুদ্ধ চাই না’ শীর্ষক প্ল্যাকার্ড নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন চ্যানেলটির একজন কর্মী। আর এমন সাহসী কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।মঙ্গলবার (১৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা  এ খবর জানায়।এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেন, আমি সেই রাশিয়ানের প্রতি কৃতজ্ঞ। তিনি আসল সত্যটা চেপে যাননি। তিনি মিথ্যাচারের বিরুদ্ধে সত্য কথা বলেছেন। তার প্রকৃত বন্ধু ও ভালোবাসার মানুষদের প্রতি আমি কৃতজ্ঞ।জেলেনস্কি আরো বলেন, টিভি স্টুডিওতে ঢুকে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করা ওই নারীকে বিশেষ ধন্যবাদ।মেরিনা ওভসিয়ানিকোভা নামের ওই নারী চ্যানেলটির সম্পাদক হিসেবে কাজ করছিলেন। সোমবার (১৪ মার্চ) এমন ঘটনার পর তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।এর আগেও একবার ওই নারী নিজের একটি ভিডিও রেকর্ড করেন। তাতে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনকে তিনি ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করেন।ভিডিওতে মেরিনা আরো বলেন, আমি লজ্জিত যে নিজেকে টেলিভিশনের পর্দায় মিথ্যা বলার অনুমতি দিয়েছি। লজ্জিত যে আমি রাশিয়ার হাতের পুতুলে পরিণত হয়েছি! রাশিয়ার জনগণের উদ্দেশে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার বার্তা দিয়ে তিনি বলেন, শুধু রাশিয়ার জনগণই এই পাগলামি থামাতে পারে। তবে এ ঘটনার পর মেরিনা ওভসিয়ানিকোভার ফেসবুক পেজে অনেকে ধন্যবাদ জানান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি