শিশু হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি

শিশু হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিওপোল শহরের প্রসূতি ও শিশু হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।এই বিমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ফেডারেশন কোন ধরনের দেশ, যারা হাসপাতালকে ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে?তিনি বলেন, রুশদের কাউকে প্রসূতি হাসপাতালের কেউ নির্যাতন করেছে? এটা কী? এটা কি হাসপাতালের ‘ডিনাজিফিকেশন’ ছিল? সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে। আগ্রাসনকারীরা মারিওপোল শহরে যা করছে, তা ইতোমধ্যেই সহিংসতার মাত্রা ছাড়িয়েছে।জেলেনস্কি বলেন, রাশিয়ার এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রুশ সেনারা ইউক্রেনে সব ধরনের অপকর্ম করেছে বলেও জানান তিনি।ইউরোপীয়াদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রসূতি হাসপাতালে হামলা ইউক্রেনে গণহত্যা অব্যাহত থাকার চূড়ান্ত প্রমাণ। ইউরোপীয়রা বলতে পারবে না যে ইউক্রেনে কী ঘটেছে তারা দেখেনি, মারিওপোলের বাসিন্দাদের সঙ্গে কী ঘটেছে তা দেখেনি। তারা দেখেছেন, তারা জানেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন