এবার জাপানের কঠোর নিষেধাজ্ঞার কবলে রাশিয়া 

এবার জাপানের কঠোর নিষেধাজ্ঞার কবলে রাশিয়া 
নিউজ ডেস্ক : চরম উত্তেজনার ভেতরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন এবং সেখানে শান্তি প্রতিষ্ঠায় সেনা পাঠানোর নির্দেশ দেন।  এর পর থেকেই একের পর এক দেশ রাশিয়ার ওপর চাপ বাড়াতে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করছে।ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার নিষেধাজ্ঞা দিল এশিয়ার অন্যতম ধনী দেশ জাপান।এর আগে ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বন্ড ইস্যু নিষিদ্ধ ও বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে।  জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, মস্কো ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ফলে তিনি জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করবেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিসায় নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদও জব্দ করবেন।এ সময় তিনি আরও জোর দিয়ে বলেন, রাশিয়ার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে টোকিও আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মিত্র দেশগুলো রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন