ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত ১১ জন বিশেষজ্ঞকে মেটাল নিরীক্ষণে সার্টিফিকেট দিয়েছে রাশিয়া।সম্প্রতি রাশিয়ার এইউসি স্নিটমাস সার্টিফিকেশন সেন্টার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এ বিশেষজ্ঞদের জন্য ধাতুর ডেস্ট্রাকটিভ ও নন-ডেস্ট্রাকটিভ পরীক্ষার বিষয়ে একটি সার্টিফিকেট প্রোগ্রাম সম্পন্ন করে।রাশিয়ায় আয়োজিত দুই মাসব্যাপী এই প্রোগ্রামে তাত্ত্বিক জ্ঞান; ভিজ্যুয়াল ও ডাইমেনশনাল, আল্ট্রাসাউন্ড এবং এডি-কারেন্ট পদ্ধতিতে ব্যবহারিক দক্ষতা; এবং এক্সামিনেশন বোর্ডের নেওয়া সাক্ষাৎকারের ফলাফলের ওপর ভিত্তি করে দু’টি ক্যাটাগরিতে ১১ বাংলাদেশিকে এই সার্টিফিকেট দেওয়া হয়। বিপিভিজি সার্টিফিকেট পাওয়া বিশেষজ্ঞরা মেটাল পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে না পারলেও এসপিভিজি সার্টিফিকেটধারীরা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখবেন।আল্ট্রাসাউন্ড গবেষণা পদ্ধতি ও মেট্রোলজি বিষয়ক স্নিটমাস ল্যাবরেটরির জ্যৈষ্ঠ গবেষক লুভব ভারোনকোভা বলেন, আমরা দুই মাস ধরে অংশগ্রহণকারীদের তিনটি ধাপে বাছাই করেছি। এর মধ্যে ছিল তাত্ত্বিক জ্ঞানের পরিধি, দু’টি নমুনার ওপর ব্যবহারিক দক্ষতা এবং সাক্ষাৎকার।এইউসি স্নিটমাস ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রোসাটম মেশিন তৈরি বিভাগ এটমএনার্গোমাসের একটি প্রতিষ্ঠান। গত ৪০ বছর ধরে বিভিন্ন শিল্প ক্ষেত্রে ধাতুর ডেস্ট্রাকটিভ ও নন-ডেস্ট্রাকটিভ পরীক্ষা বিষয়ে বিশেষজ্ঞদের সার্টিফিকেট দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।