কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলায় মালুমঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানচাপায় চার ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং গ্রামের সুরেশ চন্দ্র সুশীলের ছেলে অনুপম সুশীল (৪৬), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও নিরুপম সুশীল (৪০)। আহতরা হলেন- প্লাবন সুশীল, রক্তিম সুশীল, স্মরণ সুশীল ও হীরা সুশীল। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনেন্দু দে বলেন, ১০ দিন আগে তাদের বাবা সুরেশ চন্দ্র সুশীল ইহলোক ত্যাগ করেন। আজ তারা অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে পূজা করতে গিয়ে এ দুর্ঘটনায় শিকার হন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।