বরিশাল প্রতিনিধি : জেলার আগৈলঝাড়া ও বানারীপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন।রোববার (২৩ জানুয়ারি দিবাগত রাতে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পশ্চিমপাড় এলাকার মোড়ে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হোসেন সিকদার (২৫) নিহত হয়েছেন।হোসেন আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকপাড়া গ্রামের আনোয়ার শিকদারের ছেলে। পেশায় সে মোটরমেকানিক ছিলেন।অপরদিকে রাস্তা পারাপারের সময় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এমদাদুল হক (৭) নামের এক শিশু নিহত হয়েছে।সে জেলার বানারীপাড়া উপজেলার কচুয়া সুলতানা রাজিয়া বিদ্যা নিকেতনের শিশু শ্রেণির ছাত্র ছিল।রবিবার সন্ধ্যায় উপজেলার দান্ডয়াট-বিশারকান্দি সড়কের উত্তর বাইশারী বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত শিশু এমদাদুল হক ওই গ্রামের মনিরহোসেনের ছেলে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।