শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।২৪ জন শিক্ষার্থী এ অনশনে অংশ নেন। তাদের মধ্যে ১৫ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী রয়েছেন।অনশনে যাওয়া ছাত্র আব্দুল্লাহ আল গালিব বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে উল্টো আমাদের ওপর হামলা চালাতে পারে—এমন উপাচার্য যাতে আর না থাকে, তাই আমি অনশনে যাচ্ছি। যতদিন এ উপাচার্য পদত্যাগ না করবে, ততদিন আমরন অনশন করে যাব। ’
আরেক শিক্ষার্থী মিথিলা বলেন, ‘সামান্য দাবি নিয়ে আমরা প্রভোস্টের কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি সমস্যার সমাধান না করে ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন। পরে আমরা উপাচার্যের কাছে গেলে তিনি আমাদের দাবি না মেনে উল্টো অনেক দিন সময় চায়। পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। তাই আমরা এ হামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগে আমার আমরন অনশন শুরু করছি। ’ অনশনে যাওয়া শাহরিয়ার আবেদীন বলেন, ‘বুধবার ১২টার মধ্যে শাবিপ্রবির উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করায় আমরা আমরণ অনশন শুরু করেছি। পদত্যাগের আগ পর্যন্ত আমরা মুখে কোনো অন্ন নেব না। ’
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।