গাংনীতে কেমিক্যাল কারখানা মালিককে জরিমানা

গাংনীতে কেমিক্যাল কারখানা মালিককে জরিমানা
মেহেরপুর: ভেজালবিরোধী অভিযান চালিয়ে গাংনী পৌরসভা এলাকার পশ্চিম মালশাদহ গ্রামে একটি কেমিক্যাল কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনা মাশতুরা। এ সময় মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুণ্ডসহ ডিবির একটি দল উপস্থিত ছিলেন।জানা গেছে, পশ্চিম মালশাদহ গ্রামের আসাদুল ইসলামের এবি কেমিক্যাল কারখানায় নকল পণ্য উৎপাদন করা হচ্ছে—এমন গোপন খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  অভিযান চালান। অভিযানে কারখানাটিতে নকল হারপিক, ওয়াশিং পাউডারসহ বিপুল পরিমাণ ভেজালপণ্য পাওয়া যায়। পণ্যগুলোতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোনো অনুমোদন নেই। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয় এবং মালিক আসাদুলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে মালিক ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্ত হন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনা মাশতুরা  এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা