টি এইচ খানের প্রতি শ্রদ্ধা: সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ

টি এইচ খানের প্রতি শ্রদ্ধা: সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ
 নিজস্ব প্রতিবেদক : সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান (তাফাজ্জল হোসেন) খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।  এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ তাফাজ্জল হোসেন খান (টি এইচ খান) রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।গত বছর ২১ অক্টোবর বিচারপতি টি এইচ খানের ১০২তম জন্মদিন উদযাপন করা হয়।সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ