মা হচ্ছেন পরীমনি, বাবা হচ্ছেন রাজ

মা হচ্ছেন পরীমনি, বাবা হচ্ছেন রাজ
নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমনি মা হতে চলছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরীফুল রাজ। গত বছর গোপনে বিয়ে করেন তারা।  জানা যায়, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমার সেটে রাজের সঙ্গে পরীর প্রেমে হয়। এরপর তারা বিয়ে করেন। তবে শুরুতে বিষয়টি তারা গোপন রাখলেও পরে পরিচালকে তা জানান।এ প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম  বলেন, ‘কয়েকদিন আগে পরী-রাজ আমার কাছে এসে মিষ্টি খাইয়ে বিয়ে ও তাদের সন্তান আগমনের বিষয়টি জানায়। তখন আমি তাদের অভিনন্দন জানাই। ’এদিকে, সোমবার (১০ জানুয়ারি) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন রাজ। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বাইরে হুইলচেয়ারে বসে আছেন পরীমনি, হাতে একটি ফুল। পেছনে দাঁড়িয়ে রাজ।  ছবির ক্যাপশনে রাজ লেখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী। ’ পরীমনি জানান, কয়েকদিন ধরে তিনি নিজের শরীরে কিছু পরিবর্তন বুঝতে পারছিলেন। সোমবার দুপুরে চিকিৎসকের কাছে গেলে নিশ্চিত হন, তিনি মা হতে চলেছেন। এরপর রাজ-পরী একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।  ‘বিশ্বসুন্দরী’খ্যাত এই তারকা বলেন, ‘চিকিৎসক আমাকে সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। ’এখন থেকে আগামী দেড় বছর আর কোনো শুটিং করবেন না বলেও জানান পরী। সন্তানকে সুন্দরভাবে পৃথিবীর মুখ দেখাতে চান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি