কাজাখস্তানে দাঙ্গায় নিহত ১৬০, গ্রেফতার ৫ হাজার

কাজাখস্তানে দাঙ্গায় নিহত ১৬০, গ্রেফতার ৫ হাজার
আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ অস্থির হয়ে ওঠা মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তানে গত এক সপ্তাহের দাঙ্গায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ সময়ের মধ্যে গ্রেফতার হয়েছেন ৫ হাজারের বেশি।স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, প্রাথমিক হিসাব অনুযায়ী এই মারাত্মক সহিংসতার কারণে প্রায় ১৭৫ মিলিয়ন ইউরো (১৯৮ মিলিয়ন ডলার) মূল্যের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ১০০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে হামলা ও লুটপাট এবং প্রায় ৪০০ যানবাহন ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, সহিংস ঘটনায় দুই শিশুসহ মোট ১৬৪ জন নিহত হয়েছে। এতে বলা হয়েছে, কাজাখস্তানের প্রধান শহর আলমাটিতে ১০৩ জন মারা গেছে, যেখানে সবচেয়ে ভয়াবহ সহিংসতা সংঘটিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী এরলান তুর্গুম্বায়েভ বলেন, আজ দেশের সব অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। তিনি আরও বলেন, দেশে শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, ১২৫টি পৃথক তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য মোট ৫,১৩৫ জনকে আটক করা হয়েছে।

প্রায় ১৯ মিলিয়ন মানুষের জ্বালানি সমৃদ্ধ দেশটি এক সপ্তাহের সহিংসতায় কেঁপে ওঠে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ‘দেখা মাত্র গুলি’ করার আদেশ জারি করতে বাধ্য হন।  এক সপ্তাহ আগে পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক এলাকায় জ্বালানির দাম বাড়ানো হয়। এ ফলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। দেশটির স্বাধীনতার ৩০ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা, যে ঘটনায় পুলিশ সরাসরি গুলি চালায় টোকায়েভের আমন্ত্রণে রাশিয়ার নেতৃত্বাধীন সম্মিলিত নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও) শৃঙ্খলা পুনরুদ্ধারে সৈন্য পাঠায়। ইউক্রেন সংকট নিয়ে রাশিয়া-মার্কিন উত্তেজনার মধ্যেই এমন ঘটনা ঘটলো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন