জানা গেছে, করোনা পরিস্থিতি বিবেচনায় লাল ও সবুজ তালিকা ছিল কাতারের। এই বাইরে তারা ব্যতিক্রমী আরও একটি লাল তালিকা করেছে। তালিকায় থাকা দেশগুলোর যাত্রীদের যা করতে হবে- টিকার দুই ডোজ নেওয়া থাকতে হবে। কাতারে ফিরলে দুইদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কাতারে নামার আগে ৭২ ঘণ্টার মধ্যে এবং পৌঁছানোর পর ৩৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে। টিকা না নেওয়া কোনো যাত্রীই দেশটিতে প্রবেশের অনুমতি পাবে না। কাতারের লাল তালিকায় এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ৫৭টি দেশ আছে।