সম্প্রতি করোনা টিকা কর্মসূচিতে জন্মসনদ, এনআইডি, পাসপোর্ট না থাকায় এমন অনেকে সেবা নিতে পারেননি। বিষয়টি ইসির দৃষ্টিগোচর হওয়ায় করণীয় ভাবছে সংস্থাটি।
ইতোমধ্যে বিভিন্ন বেসরকারি সংস্থা, সরকারি দপ্তরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানমের নেতৃত্বে একটি কমিটি এ নিয়ে কাজ করছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে বহুপক্ষীয় আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
‘ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণ জটিলতা নিরসন’ শীর্ষক অনুষ্ঠানে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে জাতীয় সংসদের স্পিকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ বিষয়ে ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম বলেন, জটিলতা দীর্ঘদিন ধরেই রয়েছে। কর্মশালায় বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ হবে।
কর্মকর্তারা বলছেন, এমন ঘটনাও আছে যে বাবা-মা হিসেবে অন্যের নাম উল্লেখ করায় পরবর্তীতে সম্পত্তি ভাগাভাগি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। অনেকে অপরাধে জড়িয়ে পড়লেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, আমরা বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করে পরিচয়হীনদের বিষয়ে করণীয় নির্ধারণে সরকারের কাছে প্রস্তাব দেব।