আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদী মনে করে ৬ সাধারণ নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের নাগাল্যান্ডের নিরাপত্তা বাহিনী। নিহতরা সবাই কয়লা খনির শ্রমিক বলে জানা গেছে।এই ঘটনায় উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যটি। ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার ভোরে ওই গুলির ঘটনা ঘটে মিয়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিং-এ। ভারতের গণম্যাধ্যমগুলো জানাচ্ছে, ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সেখানে নিরাপত্তা বাহিনীর ওপরে পালটা হামলা চালানোর অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।ঘটনার পর নাগাল্যান্ডের প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাধারণ জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও। তিনি টুইট করে বলেছেন, দুর্ভাগ্যজনক ঘটনায় ওটিং-য়ে সাধারণ মানুষ নিহত হয়েছে। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উচ্চ স্তরের অফিসার ও আধিকারিকদের নিয়ে গঠিত কমিটি ঘটানার তদন্ত করবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।