সাজেকে ৪ রিসোর্ট পুড়ে সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি 

সাজেকে ৪ রিসোর্ট পুড়ে সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি 
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় গভীর রাতে আগুন লেগে চারটি রিসোর্ট ও একটি বসতঘর পুড়ে গেছে।সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বলেন, বুধবার (১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে আকাশ রিসোর্টের দ্বিতীয় তলা থেকে আগুনে সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।টের পেয়ে সেনাবাহিনী ও স্থানীয় জনগণ মিলে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে আকাশ রিসোর্ট, মারুতি রিসোর্ট, মেঘসুট রিসোর্ট ও সাজেক ইকোভ্যালি এবং জাকারিয়া লুসাইয়ের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া পার্শ্ববর্তী কিছু রিসোর্টেরও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী