নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ নভেম্বর) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।জানা গেছে, আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান (৫৩) কর্তৃক কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৪০ টাকা মূল্যমানের সম্পদ গোপন ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ সোমবার একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫।এদিকে মতিয়ার রহমানের স্ত্রী নুসরাত জাহান (৪১) কর্তৃক কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে স্বামীর অবৈধ আয়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৪০ টাকা মূল্যমানের সম্পদ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সোমবার একটি মামলা দায়ের করে। মামলা নং-১৬।