শাহজালালে ৮ ঘণ্টা করে আরও তিন মাস বিমান চলাচল বন্ধ

শাহজালালে ৮ ঘণ্টা করে আরও তিন মাস বিমান চলাচল বন্ধ
নিউজ ডেস্ক : সংস্কার কাজের জন্য ২০২২ সালের ১১ মার্চ থেকে আরও তিন মাস ৮ ঘণ্টা বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময়ে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা করবে না এ রানওয়েতে।সোমবার (২২ নভেম্বর) বিমানবন্দরের আন্তর্জাতিক নোটাম অফিসের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।এর আগে গত ১০ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে চলতি বছর ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত শাহজালালের রানওয়ে বন্ধ থাকার কথা জানিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।বিমানবন্দর সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনালের নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং  ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। ট্যাক্সিওয়ে বানানোর কাজ চলবে রাতে। তাই রাতে রানওয়ে বন্ধ থাকবে।বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, প্রতিদিন রানওয়ে বন্ধ থাকলেও বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না। এসময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে।এদিকে শাহজালাল বিমানবন্দরে শীতকালীন ফ্লাইট-সূচি শুরু হয়েছে। পরিবর্তন করা হয়েছে মধ্যরাতের পরের ফ্লাইটগুলোর সময়ও। প্রতিবছর নভেম্বর থেকে শীতকালীন ফ্লাইটসূচি অনুসরণ করা হয়। কেননা এ সময় রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। তাই রানওয়ে ‘ভিজিবিলিটি’ কম থাকে বলে উড়োজাহাজের অবতরণ করতে সমস্যা হয়। এ সময়ের মধ্যে জরুরি অবতরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ফ্লাইট অন্য যে কোনো বিমানবন্দরে পাঠাতে হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে বান্দরবানে বই ও শিক্ষা উপকরণ বিতরণ