নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে আগামী বুধবার (২৪ নভেম্বর) ভাষন দেবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, এটা একটা স্পেশাল ভাষণ হচ্ছে। সাধারণত উনি (রাষ্ট্রপতি) কোনো অধিবেশনের শুরুতে ভাষণ দেন। উনি মুজিববর্ষ উপলক্ষে একটা ভাষণ দিয়েছিলেন। এটা হচ্ছে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে, রাষ্ট্রপতি একটা স্পেশাল ভাষণ দেবেন।ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৪ নভেম্বর ভাষণ হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।