নিউজ ডেস্ক : অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়, কিন্তু দেরি হচ্ছিল বৃষ্টির কারণে। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সময়মতোই উপস্থিত হয়েছেন।তখনও মঞ্চের তাঁবু বেয়ে টিপ টিপ করে বৃষ্টির পানি পড়ছিল। তারপরও অধীর আগ্রহে মন্ত্রীর বক্তব্য শুনতে অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা।এর মধ্যেই হঠাৎ পাশের মসজিদ থেকে ভেসে এলো মাগরিবের আজানের ধ্বনি। আজান শুনে মঞ্চেই বৃষ্টির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি চেয়ারে বসে নামাজ আদায় করেন।গতকাল (১৩ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ১২টি ইউনিটের সম্মেলন এ দৃশ্য দেখা যায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ওই রাতেই তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন।ছবিতে দেখা যায়, একটি নীল রঙের প্ল্যাস্টিকের চেয়ারে বসে নামাজ আদায় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বৃষ্টির পানি পড়ার কারণে মন্ত্রীর পেছনে একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। আর নিরাপত্তার জন্য তার পাশে রয়েছেন কয়েকজন পুলিশ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।