আদালতে এসে শুনলেন বিচারিক ক্ষমতা নেই

আদালতে এসে শুনলেন বিচারিক ক্ষমতা নেই
নিজস্ব প্রতিবেদক  : ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেওয়ার পরামর্শ দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। তাকে রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে আদালতে না বসার নির্দেশ দেওয়া হয়।তবে সকাল ৯টার আগেই আদালতে পৌঁছান বিচারক মোছা. কামরুন্নাহার। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরু হয়।  বিচারকাজ শুরু হওয়ার আগেই খাসকামড়ায় বসে উচ্চ আদালতের নির্দেশনা পান বিচারক কামরুন্নাহার। এ কারণে তিনি আর এজলাসে বসেননি বলে আদালত সূত্রে জানা যায়। এখন তিনি খাসকামরায় অবস্থান করছেন।রোববার সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই নির্দেশ দেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী