বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার তালতলী উপজেলা মাছ বাজারে ১৫ মণের একটি শাপলাপাতা মাছ তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।শনিবার (১৩ নভেম্বর) বিকেলে ৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন মাছ বাজারে ব্যবসায়ী খলিলুর রহমান।মাছ ব্যবসায়ী খলিলুর বলেন, ১১ নভেম্বর সকালে কুয়াকাটার মহিপুর খান ফিস মৎস্য আড়ৎ থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় মাছটি নিয়ে এসে তালতলী উপজেলা বাজারে বিক্রির জন্য নিয়ে আসছি। এখন খুচরা বাজারে ৫০০ টাকা কেজি দরে মাছটি কেটে কেটে বিক্রি করেছি। মাছটি বিক্রি হবে ৩ লাখ টাকা।এ বিষয়ে বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে একাধিক বার ফোন দেওয়া হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।