শাহরুখের জন্মদিনে সালমানের উপহার

শাহরুখের জন্মদিনে সালমানের উপহার
বিনোদন ডেস্ক : এক সময় বলিউডের দুই খানের মধ্যে ছিল দ্বন্দ্ব! যে বিষয়টি বারবারেই প্রকাশ্যে এসেছিল! কিন্তু সেটা এখন শুধুই অতীত। সালমান খান ও শাহরুখ খান বর্তমানে খুব ভালো বন্ধু।দুই তারকা সুখে-দুঃখে একে অপরের পাশেই থাকেন। সেটার প্রমাণও মিলেছে অক্টোবর মাসে।  আরিয়ান খান যখন মাদক মামলায় জেলে বন্দি, ঠিক তখন কঠিন সময়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন ‘ভাইজান’। নিজের আইনজীবীকে নিয়োগ দিয়েও তিনি চেষ্টা করেছেন শাহরুখপুত্রকে মুক্ত করতে।  মঙ্গলবার (০২ নভেম্বর) শাহরুখ খানের জন্মদিন। তবে এবারের জন্মদিনটা ঘটা করে উদযাপন করবেন না তিনি। জন্মদিনটা বাড়ির সদস্যদের সঙ্গেই কাটাবেন শাহরুখ। প্রতিবারের মতো অবশ্য এবছরও বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।  তবে শাহরুখ নিজের জন্মদিন সেলিব্রেট করতে না চাইলেও তার কাছের মানুষেরা কিন্তু দিনটি উদযাপন শুরু করে দিয়েছেন! মান্নাতে আসছে একের পর এক উপহার। তবে তাকে সবচেয়ে বড় উপহারটি দিলেন সালমান খান!শাহরুখের জন্মদিনের একদিন আগেই প্রকাশ পেল সালমানের নতুন সিনেমা ‘অন্তিম’র গান ‘ভাই কা বার্থডে’ (ভাইয়ের জন্মদিন)। বিষয়টি কোথাও উল্লেখ না করলেও ভক্তরা মনে করছেন, শাহরুখকে উৎসর্গ করেই গানটি উপহার দিয়েছেন সালমান খান।  ২৬ নভেম্বর ‘অন্তিম’ মুক্তি পেতে যাচ্ছে। এতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সালমান খান, যার নাম রাজবীর সিং। রাহুলিয়া নামে মাস্তানের ভূমিকায় রয়েছেন তার ভগ্নীপতি আয়ুষ শর্মা।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

ডাক্তার মোঃ ইব্রাহিম হোসেনের চিকিৎসা সেবায় মুগ্ধ শিবচরবাসী

ডাক্তার মোঃ ইব্রাহিম হোসেনের সেবায় মুগ্ধ শিবচরবাসী