নথি গায়েব: সচিবালয় থেকে ৬ জনকে নিয়ে গেছে সিআইডি

নথি গায়েব: সচিবালয় থেকে ৬ জনকে নিয়ে গেছে সিআইডি
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নথি হারানোর পর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা সচিবালয়ে তদন্ত করতে এসে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে নিয়ে গেছে।  রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্মসচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন তারা।যাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে, তারা হলেন- জোসেফ, আয়শা, বাদল, বারী, মিন্টু ও ফয়সাল।এর আগে তদন্তের সময় সবার আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙুলের ছাপ নেওয়া হয়।  শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি ফাইল হারানোর ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ