ইসরাইলের ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

ইসরাইলের ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের আকাশসীমা লঙ্ঘন করলে ওই ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, সীমান্তবর্তী আইতা আশ-শাব শহরের কাছে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। বর্তমানে ড্রোনটি হিজবুল্লাহর আয়ত্তে রয়েছে।

পরে ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, লেবাননের ভূখণ্ডে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে তবে তা থেকে কোনো ধরনের তথ্য হাঁস হয় নি বলে দাবি করেছে তারা।

এর একদিন আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, না ইহুদিবাদী ইসরাইলকে, না তার মিত্রদেরকে লেবাননের উপর আগ্রাসনের সুযোগ দেবে হিজবুল্লাহ। এরপরই এই ড্রোন ভূপাতিত করা হলো। পার্স টুডে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি