ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় ব্যাটারি চার্জ দিতে গিয়ে ২ কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় ব্যাটারি চার্জ দিতে গিয়ে ২ কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে পৃথকভাবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মৃত দুই কিশোর অটোরিকশার চালক ছিলেন।

জানা যায়, শনিবার বিকালে পৌরশহরের কলেজপাড়ায় শরীফ নামের বার বছর বয়সী এক কিশোর তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত শরীফ কলেজপাড়ার আলম মিয়ার ছেলে।

এদিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ইসমাইল হোসেন (১৬) নামের আরো এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের দানু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায় কিশোর ইসমাইলও ব্যাটারি চালিত অটোরিকশার চালক ছিলেন ।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি