স্বাস্থ্যপরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্যপরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যপরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, সহকারী বিমানবাহিনী প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব, জার্মান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।স্বাস্থ্যপরীক্ষার জন্য গত ০৯ অক্টোবর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জার্মানি যান রাষ্ট্রপতি। পরে সেখান তিনি থেকে লন্ডন যান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি