নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জের ফতুল্লায় রড কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।সোমবার (২৫অক্টোবর) বেলা ১২টার দিকে ফতুল্লা পাগলা একটি রড কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রকিরা হলেন, বিল্লাল হোসেন (২৫), আরিফ (২৭), আব্দুল আলী (২৬), সোহেল (৩৫) ও লিটন (৩৬)।দগ্ধদের সহকর্মী রুবেল ভাণ্ডারি বলেন, তাদের কারখানা ফতুল্লা পাগলা রসুলপুরে অবস্থিত। সকালে শ্রমিকরা কারখানার ভেতরে ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিল। হঠাৎ বিকট আওয়াজে ভাট্টি বিস্ফোরণ হয়। এতে গলিত লোহার তরল পদার্থ এই শ্রমিকদের শরীরে পড়লে তারা দগ্ধ হয়।রুবেল আরও জানান, পরে দগ্ধ শ্রমিকদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধ সবাই পাগলা রসুলপুর এলাকাতেই থাকেন।শেখ হাসিনা জাতিয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, নারায়নগঞ্জ থেকে দগ্ধ রোগীরা হাসপাতালে এসেছেন, এদের মধ্যে বিল্লাল হোসেন ২০শতাংশ, আরিফের ১১ শতাংশ, আব্দুল আলী ৫২, সোহেল ১৩ ও লিটনের ১৪শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর বলেও জানান তিনি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।