বিনোদন ডেস্ক : প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে তো অনেক ঘুরলেন আলিয়া ভাট! এবার তিনি সময় দিচ্ছে পরিবারকে।সম্প্রতি মা সোনি রাজদান এবং বোন শাহিন ভাটকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন এই বলিউড অভিনেত্রী।সেখান থেকে তিনি ধারাবাহিকভাবে ঘোরাঘুরির ছবি প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে।সোনি রাজদানিও মেয়দের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন সবার সঙ্গে। ইনস্টাগ্রামে দেওয়া তার রিল ভিডিওতে একাধিক ছবি কোলাজ করে প্রকাশ করতে দেখা যাচ্ছে। ডিনার টেবিলের খাবার থেকে মালদ্বীপ সমুদ্র সৈকতে আবহাওয়াকে উপভোগ করা, সবই উঠে এসেছে এতে।সম্প্রতি রণবীর কাপুরের জন্মদিনে উদযাপনের জন্য তার সঙ্গে ভারতের রাজস্থানে গিয়েছিলেন আলিয়া। যোধপুরে জঙ্গলের মধ্যে এক বিলাসবহুল রিসোর্টে ছিলেন তারা। সে সময়কার কিছু ছবিও তারা প্রকাশ্যে এনেছেন। বলিউডের ব্যস্ততম এই অভিনেত্রীর বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে রয়েছে ‘ব্রক্ষ্মাস্ত্র’, ‘আরআরআর’, ‘ডার্লিংস’ ও ‘গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি’। এছাড়া ‘জি লে জারা’ সিনেমাটির শুটিং শিগগিরই শুরু করতে যাচ্ছেন তিনি।২০১২ সালের ১৯ অক্টোবর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী হিসেবে বলিউডে অভিষেক ঘটে আলিয়া ভাটের। সে হিসেবে সোমবার (১৯ অক্টোবর) এর ৯ বছর পূর্ণ হলো।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।