মানুষ কি মৃত্যুর আগে প্রকৃতির কাছ থেকে কোনো বার্তা পায়? কথা হচ্ছিল জুয়েল ভাইয়ের সঙ্গে। বিশ্বাসই করতে পারছি না, কবি অমিতাভ পাল আর নেই। ফেসবুকে মাত্র দুদিন আগে তার পোস্ট দেয়া একটা কবিতা পড়ে জাস্ট চমকে উঠলাম। কবিতাটা এমন:
জীবনগুহার শেষপ্রান্তে পৌঁছে গেছি
সামনে ঘন অন্ধকার
পাহাড়ের মূক দেয়ালে জীবনগুহা একটা রহস্য ছিল
আলো আর অন্ধকারের ভাষায় সে ডাকতো
নিজেকে খুলে দিয়ে
আর আমরা তাতে ঢুকে পড়তাম
তারপর অভিযান আর অভিযান—
কোথাও জ্ঞানের মশাল
কোথাও অজস্র মাকড়শার জাল ছিন্ন করবার সাহস
কোথাও ছুটে আসা তীক্ষ্ণ তীর এড়াবার কৌশল—
সব একেবারে ইন্ডিয়ানা জোনস সিনেমার পর্বগুলির মতো
ইন্ডি পেয়েছিলো নতুন জগতের খবর
আর আমরা পৌঁছেছি নিরেট অভেদ্য দেয়ালের সামনে
এখানেই আমাদের থামতে হবে