পাঁচ অভিনেত্রীর জন্মদিন

পাঁচ অভিনেত্রীর জন্মদিন
বিনোদন ডেস্ক : বড় ও ছোট পর্দা মিলিয়ে মঙ্গলবার (১২ অক্টোবর) একই দিনে পাঁচ অভিনেত্রীর জন্মদিন। মেহের আফরোজ শাওন, সাবরিনা সুলতানা কেয়া, সোহানা সাবা, মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম জীবনের নতুন আরেকটি বছরে পা দিয়েছেন।রাত থেকে তারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের শুভেচ্ছায় বাসছেন। তবে তাদের কেউ বড় কোনো আয়োজনে জন্মদিন উদযাপন করছেন না। একান্ত ঘরোয়া আয়োজনে কেক কেটে এবারের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখবেন।দিনটি নিয়ে মেহের আফরোজ শাওন বলেন, জন্মদিন নিয়ে আমার বিশেষ কোনো পরিকল্পনা নেই। তাছাড়া জন্মদিনের কোনো বিশেষত্ব আমার কাছে নেই। আজকে হয়তো সন্তানদের নিয়ে কাছাকাছি কোথাও বেড়াতে যাব।সোহানা সাবা বলেন, আমার কাছে পুরো বছরের সবচেয়ে প্রিয়দিন আমার জন্মদিন। আগে আমাকে কেউ সারপ্রাইজ দিক তা পছন্দ করতাম না, এখন পছন্দ করি নানান রকম সারপ্রাইজ দেয়াও হচ্ছে আমাকে! আমিও যারপরনাই খুশি। জীবনটা সত্যিই সুন্দর।এদিকে দুই লাক্স তারকা মৌসুমী হামিদ এবং নাদিয়া আফরিন মিমও জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন করেননি বলে জানিয়েছেন। তাদের মতো চিত্রনায়িকা কেয়াও পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি