চাকরির খোঁজে ঢাকায়, প্রাণ গেল যুবকের

চাকরির খোঁজে ঢাকায়, প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় রাহিমুল কবির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।কবিরের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। বাবার নাম লুৎফুল কবির।বিমানবন্দর থানার উপ পরিদরর্শক (এসআই) মো. জুয়েল মিয়া  জানান, বিমানবন্দর পুলিশ বক্সের দক্ষিণ পাশের সড়কে ভোরে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক। তখন পথচারীরা থানায় খবর দিলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি জানান, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। বেকার থাকায় চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন তিনি।  মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

মেডিকেল কলেজ বন্ধে সরকারের কোনো সিদ্ধান্ত নেই: অধ্যাপক ডা. নাজমুল হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস, উন্মোচিত হলো লোগো