আধুনিক নারীরা সন্তান নিতে চায় না

আধুনিক নারীরা সন্তান নিতে চায় না
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্নাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর এবার আধুনিক ভারতীয় নারীদের নিয়ে অদ্ভূত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আধুনিক ভারতীয় রমনীরা একা থাকতে চান, বিয়ে হলেও তারা সন্তান জন্ম নিতে চান না এবং সন্তান চাইলেও সেটি সারোগেসির মাধ্যমে চান।রোববার (১০ অক্টোবর) মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোলজিক্যাল সায়েন্সে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।সুধাকর আরও বলেছেন, ‘আজ, আমি দুঃখের সঙ্গে বলছি, ভারতে অনেক আধুনিক নারী অবিবাহিত থাকতে চান। বিয়ে করলেও তারা সন্তান নিতে চান না। তারা সারোগেসি চান। আমাদের চিন্তাধারায় দৃষ্টান্তমূলক পরিবর্তন এসেছে, যা ভাল নয়। ’  ভারতীয় সমাজে পশ্চিমা প্রভাব পড়েছে অভিযোগ করে সুধাকর বলেন, মানুষ এখন তাদের অভিভাবকদের সঙ্গে রাখতে চায় না। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, আজ আমরা পশ্চিমা পথে চলছি। আমাদের বাবা-মাকে আমরা সঙ্গে রাখতে চাই না, দাদা-দাদিদের সঙ্গে রাখাতো ভুলেই গেছে। ’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী

দেশের রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন