টানা বৃষ্টিতে নগরীতে হাঁটু পানি

টানা বৃষ্টিতে  নগরীতে হাঁটু পানি

ঢাকা: ভাদ্রের আগমনে হঠাৎ হঠাৎ বৃষ্টিতে ভিজেছে নগরী। তবে শনিবার (২২ আগস্ট) সকাল থেকে টানা বৃষ্টি যেন থামতেই চাইছিল না।

ফলে হাঁটু পানিতে ডুবে গেছে নগরীর বিভিন্ন সড়ক।

এছাড়া অলিতে গলিতে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। ফলে বিভিন্ন সড়কে চলাচলের সময় আটকা পড়েছে যানবাহন। আর চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পড়ছে সাধারণ মানুষ।

 

বৃষ্টির পানিতে পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ গুলিস্তান, পল্টন, কারওয়ান বাজারেও জমেছে হাটু পানি। অনেক জায়গায় বাসা বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে বলে জানা গেছে।

ভোগান্তির শিকার এলাকাবাসীরা জানিয়েছেন, একটু টানা বৃষ্টি হলেই এসব এলাকায় পানি জমে। কয়েক ঘণ্টায়ও পানি নামেনা। এমনিতে রাস্তার অস্তিত্ব নেই। পানি মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি।

 

তারা জানান, বৃষ্টির জন্য সকাল থেকে ঘরবন্দি অবস্থাতেই থাকতে হয় সবাইকে। আবার কাজের সুবাদে অনেককে বাধ্য হয়ে পানিতে ভিজে গন্তব্যে ছুটতে হয়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহনও থাকে কম। আর সিএনজি, অটোরিকশা ও রিকশা কম থাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া দিতে হয় যাত্রীদের।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭৯ কোটি ডলার

তেল আবিবে ‘বড় আকারে’ হামাসের রকেট হামলা